
ইশ ক্রিয়েশন্স’র ‘দ্য লেজন্ট অব বলিউড’ কনসার্ট
দর্শক-শ্রোতাদের মাতালেন জলি মুখার্জী

বাংলা পত্রিকা রিপোর্ট: ইশ ক্রিয়েশন্স এন্ড বিনোড ডি অব দীপ স্কে’র আয়োজন নিউজার্সীতে আয়োজিত ‘দ্য লেজন্ট অব বলিউড’ কনসার্টে দর্শক-শ্রোতাদের মাতালে জনপ্রিয় শিল্পী জলি মুখার্জী। গত ১১ জুন রোববার সন্ধ্যায় স্থানীয় জেএম পারফর্মিং আর্ট সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হল ভর্তি দর্শক-শ্রোতাদের মধ্যমনি ছিলেন জনপ্রিয় শিল্পী জলি মুখার্জী। তার সাথে একক আর যৌথ গানে গানে মুগ্ধ করেন বলিউডের শিল্পী মানিসা, সারিকান্ত, প্রিয়াঙ্কা ও পি গনেশ। অনুষ্ঠানের মাঝে দর্শক-শ্রোতাদের প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক বিনোদ ডে। এসময় তিনি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার সহযোগিতার প্রশংসা করেন। অনুষ্ঠানে পিনপতন নিরবতায় শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। চমৎকার পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করায় দর্শক-শ্রোতাদের অনেকেই এর প্রশংসা করেন।
এ রকম আরো খবর

নিউইয়র্কে শিল্পী ফকির আলমগীরের একক সঙ্গীত সন্ধ্যা ১৭ ফেব্রুয়ারী
নিউইয়র্ক: বাংলাদেশের জনপ্রিয় ও প্রখ্যাত গণ সঙ্গীত শিল্পী ফকির আলমগীরেরবিস্তারিত

চলে গেলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
বাংলা পত্রিকা ডেস্ক: প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীরবিস্তারিত

এফডিসি ও ঢাকার নাটকপাড়া এখন শূন্য : সব নায়িকাই এমপি হতে চায়
বাংলা পত্রিকা ডেস্ক: এবার সব নায়িকাই আওয়ামী লীগের সংরক্ষিত মহিলাবিস্তারিত