নিউইয়র্কের ইতিহাসে প্রথম, মেয়র অ্যাডামসের ট্রানজিশন টিমকে ১৯,৬০০ ডলার জরিমানা


প্রকাশিত: ১৬ মে ২০২৩, ১৮:০৫
...
নিউইয়র্ক সিটির ক্যাম্পেইন তহবিল ব্যবহারে নিয়ম ভেঙ্গে ১৯,৬০০ ডলার জরিমানা গুনছে মেয়র এরিক অ্যাডামসের ট্রানজিশন টিম। নগরের ইতিহাসে কোনো একটি ট্রানজিশন টিমকে এই প্রথম জরিমানা করলো ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড।

২০২১ সালে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক সংক্রান্ত একটি বিশেষ দল গঠন করেন এরিক অ্যাডামস। এই দলের সদস্যরা নগরীর ব্যবসায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন। যার মধ্যে অন্তত ৫টি অনুদানের হিসাব তারা ৩০ এপ্রিল নির্ধারিত সময়সীমার মধ্যে ফাইন্যান্স বোর্ডে জমা দিতে ব্যর্থ হন।

ট্রানজিশন কমিটির দায়িত্ব ছিলো অভিষেক কার্যত্রম ও নির্বাচিত প্রতিনিধিদের পলিসি এজেন্ডা ও দল গঠনে এই তহবিল ব্যবহার করা। ২০১৩ সালে প্রথম এমন কমিটি গঠন করা হয়। যার ধারাবাহিকতায় এরিক অ্যাডামস মেয়র নির্বাচিত হওয়ার পর তার কমিটি গঠন করেন।

গত মার্চে এ সংক্রান্ত একটি শুনানি হয় যাতে এরিক অ্যাডামসের আইনজীবী জানান, কমিটির যিনি অর্থ সংক্রান্ত বিষয়গুলো দেখতেন তিনি পারিবারিক বিচ্ছেদের কারণে বিপর্যস্ত আর সে কারণেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হন। তবে বোর্ডের পক্ষ থেকে আসা আইনজীবি এই বক্তব্য বাতিল করে দেন।

বোর্ডের জেনারেল কাউন্সেল বেথানি পার্সকি তার মন্তব্যে বলেন, তাদের হাতে তহবিল ছিলো, তারা চাইলে এর সুষ্ঠু ব্যবহারে অতিরিক্ত জনশক্তি নিয়োগ করতে পারতো।

অ্যাডামসের কমিটির কোনো প্রতিনিধি গত সোমবারের সভায় উপস্থিত থাকেন নি। তবে মার্চের শুনানিতে তার আইনজীবির দাবি ছিলো, অংকটি মোট ১.৯ মিলিয়ন ডলার তহবিলের মাত্র ০.৮ শতাংশ। আর এর জন্য জরিমানা করাটা বাড়াবাড়ি হবে। আইনজীবি আরও জানিয়েছিলেন, কমিটি কিছু অর্থের হিসাব দিতে পারেনি এটা সত্য তবে এরিক অ্যাডামস ক্যাম্পেইন টিম তার সংগৃহীত তহবিল থেকে অব্যবহৃত ৮০০,০০০ ডলার ফেরত দিয়েছে।

সর্বশেষ