বিশ্বকাপ নিয়ে হতাশ করলেন শান্ত

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৬:০৪
...
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১লা জুন যুক্তরাষ্ট্রের শহর ডালাসে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। প্রতি বিশ্বকাপের আগেই বাংলাদেশকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকে। তবে এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় প্রত্যাশা করতে নিষেধ করলেন সমর্থকদের।

আজ গুলশানে একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ করেন তিনি। শান্ত বলেন, ‘প্রতি বছর দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চায়।’

তিনি আরও বলেন, ‘যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা দিতে পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। এবার বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।’

সর্বশেষ