আর্জেন্টিনার দুই ম্যাচে অনিশ্চিত মেসি

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ১৯:০৩
...
আর্জেন্টাইন তারকা পায়ের চোট থেকে কবে নাগাদ সুস্থ হতে পারবেন, তা জানায়নি ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে ঘিরে শঙ্কাটা জাগে দুদিন আগে, ইন্টার মায়ামির ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই যখন তাকে তুলে নেওয়া হয়। সেটাই এবার সত্যি হলো। পায়ের চোটে ভুগছেন আর্জেন্টাইন তারকা। এতে, আসছে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে অধিনায়কের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।

কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে মায়ামির কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে চোট পান মেসি। ম্যাচের ৫০তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

উঠে যাওয়ার আগে দারুণ এক পাসে অ্যাসিস্ট করার পর দুর্দান্ত একটি গোল করে দলের জয়ে অবদান রাখেন এই মহাতারকা। ওই ম্যাচের পরই মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বলেছিলেন, চোট পেয়েছেন মেসি। তবে অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

আহত স্থানে বিভিন্ন পরীক্ষার পর দলটির বিবৃতিতে বলা হয়েছে, “মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোট চোট আছে।” স্থানীয় সময় শনিবার মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডের বিপক্ষে আটবারের বর্ষসেরা ফুটবলার খেলতে পারবেন না বলেও নিশ্চিত করা হয়েছে।

মেসির এই চোট আর্জেন্টিনার জন্যও অনেক বড় দুর্ভাবনার। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে কদিন পরই দুটি ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদর এবং চার দিন পর লস অ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিদিন তার চোটের অবস্থা এবং পুনর্বাসন প্রক্রিয়া পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।

সর্বশেষ